আরিফ হোসেনঃ শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে ডক্টরস হসপিটাল। এসময় হাসপাতাল কতৃপক্ষ মুক্তিযোদ্ধাদের সারা বছর ফ্রি ব্যবস্থাপত্র দেওয়ার ঘোষণা দেয়।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার দেউলভোগ বাজারে ডক্টরস হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। হাসপাতালটির পরিচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. এস এম রাশেদুল হাসান রাশেদ এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।ক্যাম্প চলাকালীন সময়ে ডায়াবেটিস রোগীদের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়।এবং অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
ডা. রাশেদ বলেন, হাসপাতালটি সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এই হাসপাতালে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে সারা বছর ফ্রি ব্যবস্থা পত্র প্রদান করবে। যতদিন হাসপাতালটি থাকবে ততদিন এই কার্যক্রম চলমান রাখার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরা জানান, বিজয় দিবসে প্রায় ২শ রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করেন।
Leave a Reply