আরিফ হোসেনঃ শ্রীনগরে যথাযথ মর্যাদায় ৪৯ তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। শ্রীনগর উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান নানা ভাবে দিবসটি উদযাপন করে।
বুধবার প্রত্যুষে শ্রীনগর উপজেলা প্রশাসন তোপধ্বনির পর ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।
শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদের নতুন মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, মোর্শেদুল আহসান, সাবেক এসপি শফিউদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হারুন আর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিএস নাজির, ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আজিজুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা লিমন হালদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস ও সেনেটারি ইন্সপেক্টর নাসরিণ সুলতানা মিলি।
এর আগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা আওয়ামী লীগ, শ্রীনগর প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ শ্রমিক লীগ,মৎসজীবী লীগ, উপজেলা যুবদল, ডায়াগনোস্টিক এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন।
Leave a Reply