আরিফ হোসেনঃ শ্রীনগরে মহান বিজয় দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে শফিউদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১১শ পরিবারে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ নাজির হোসেন এই শীত বস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ নেকবর, শেখ হারুন, হুমায়ুন আহম্মেদ,মজিবুর রহমান, মোতালেব শেখ, মোঃ আলমগীর প্রমুখ।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শফিউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ নাজির হোসেন করোনা কালীন দুর্যোগে প্রায় আটবার শ্যামসিদ্ধি ইউনিয়নের জনগনের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করেন।
Leave a Reply