ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রেস রিলিজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা কার্যালয়
ঔষধ প্রশাসন অধিদপ্তর
৭২৯ ভিটি শিলমন্দি, নতুন কোর্ট রোড, সদর, মুন্সীগঞ্জ।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে টংগীবাড়ি উপজেলার টংগীবাড়ি কলেজ রোড এবং আলদী বাজার, কাঠালিয়া শিমুলিয়া এলাকায় অবস্থিত লাইসেন্সবিহীন এবং ফার্মাসিস্টবিহীন ফার্মেসীতে ঔষধের ব্যবসা পরিচালনা করা এবং বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন, ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ২ বিক্রয়ের উদ্দেশ্যে মওজুদ করার দায়ে ০২(দুই)টি ফার্মেসীকে মোট ১৫,০০০.০০ (পনের হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অদ্য ২২ ডিসেম্বর, ২০২০ খ্রিঃ তারিখে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব হোসেন আলদী বাজার এলাকায় অবস্থিত মেসার্স বায়েজিদ ফার্মেসী এবং টংগীবাড়ি কলেজ রোড এলাকায় অবস্থিত মেসার্স শরীয়তপুর ফার্মেসী-তে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এ,সি, ল্যান্ড, টংগীবাড়ী জনাব উছেন মে এর উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন। মেসার্স বায়েজিদ ফার্মেসী নামীয় প্রতিষ্ঠানটি ড্রাগ লাইসেন্স গ্রহণ ব্যতিরেখে এবং ফার্মাসিস্টের অনুপস্থিতিতে ঔষধের ব্যবসা পরিচালনা এবং মেসার্স শরীয়তপুর ফার্মেসী নামীয় প্রতিষ্ঠানটি ড্রাগ লাইসেন্স গ্রহণ ব্যতিরেখে ঔষধের ব্যবসা পরিচালনা ও ঔষধের দোকানে রেজিস্ট্রেশনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ন ঔষধ মওজুদ করার অপরাধ সংঘঠনের দায়ে ঔষধ প্রশাসন, মুন্সীগঞ্জের সহকারী পরিচালক কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নিকট প্রসিকিউশন দাখিল করা হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এ,সি, ল্যান্ড, টংগীবাড়ী জনাব উছেন মে উক্ত ফার্মেসীদ্বয়ের মালিকদেরকে মোট ১৫,০০০.০০ (পনের হাজার) টাকা জরিমানা করেন। বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন, ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদ উত্তীর্ন ঔষধগুলোকে ঔষধ প্রশাসন, মুন্সীগঞ্জ কর্তৃক ধ্বংস করার নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুব হোসেন কর্তৃক ড্রাগ লাইসেন্স গ্রহণ ব্যতিরেখে ঔষধের ব্যবসা পরিচালনা করার অপরাধ সংঘঠনের দায়ে রিকাবী বাজার এলাকায় অবস্থিত মেসার্স সাগর ফার্মেসী (রোমান ফার্মেসী), মেসার্স ইমন মেডিকেয়ার এবং মেসার্স অরন্য ফার্মেসী নামীয় ঔষধের দোকানগুলোর বিরুদ্ধে ঔষধ আইন (The drug Act 1940-Gi 18(c) & 27) মোতাবেক বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মুন্সীগঞ্জ-এ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২২/১২/২০২০

মাহ্বুব হোসেন
সহকারী পরিচালক
জেলা কার্যালয়
ঔষধ প্রশাসন, মুন্সীগঞ্জ।
email: dgdamunshiganj@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.