নাছির উদ্দিন: “মানবতার পাশে সব সময়” এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মুখোশ গ্রুপ। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বাবুর বাড়ী গ্রামের মিন্টু কাজীর বাড়ি থেকে এই কম্বল বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মুখোশ গ্রুপ ও বয়রাগাদী জামে মশজিদের সভাপতি কাজী মোঃ মনির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে গরিব অসহায় ও শীতাত মানুষের মাঝে এই কম্বল বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মুখোশ গ্রুপের অ্যাডমিন শিমান্ত, উজ্জল, রাকিব, নাজিম, দিপু, দিপ্তি, গ্রুপের মডারেটর মাহাফুজ,রেজয়ান বাহাউদ্দীন, আব্দুল কাউয়ুম, তুহিন।
এসময় মুখোশ গ্রুপের অ্যাডমিন শিমান্ত বলেন আমরা ইতমধ্যে দেশের ৮টি জেলার ১৪টি থানায় আমাদের সহায়তা প্রদান করেছি। আশা আছে এবছরই আমরা দেশর প্রতিটি জেলাতেই অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিব।
Leave a Reply