নিখোঁজের ৩ দিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাধু জোসেফ গির্জার মালী লা মিন রেমা’র (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গির্জার পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৫ ডিসেম্বর বড় দিনের রাতে মালী লা মিন রোমা নিঁখোজ হন। পরে সোমবার সকালে গীর্জার পাশের পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার পাত্রখোলা গ্রামের জগদিস রেমার ছেলে।
সিরাজদিখান থানার ওসি এসএস জালাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে ওই রাতে অতিরিক্ত মদ্যপান করে সে পুকুরের ধারে গেলে নিজের ভারসাম্য হারিয়ে সে পুকুরে পরে ডুবে মারা যায়। এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
নয়া দিগন্ত
Leave a Reply