করোনা মহামারির কারণে নতুন বছরে এবার হচ্ছে না বই উৎসব। স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে স্কুলে স্কুলেই বিতরণ করা হচ্ছে ‘নতুন বই’। শুক্রবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু হয়েছে। সরদ উপজেলার রামপাল প্রাথমিক বিদ্যালয়ের ৭৬ জন শিশু শিক্ষার্থীদের মাঝে খাতা ১ম, ২য় ও ৪র্থ শ্রেণির ৩৭৬ জন শিক্ষার্থী ও রামপাল এন. বি. এম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ৯০ জন বালিকার মাঝে বই বিতরণ করেছে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মোঃ নাজমুস শোয়েব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ ভূইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপ্লু, সহকারি জেলা প্রাথমিক কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসিমা খানম, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সানজিদা আক্তার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজল কর, সভাপতি মুন্সীগঞ্জ প্রেসক্লাব মীর নাসির উদ্দিন উজ্জল, রামপাল উইনিয়ন চেয়ারম্যান হাজী মোঃ বাচ্চু শেখ, রামপাল এন.বি. এম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সমীর কুমার বসু, রামপাল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির প্রমুখ।
বিডি২৪লাইভ
Leave a Reply