চতুর্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভা সহ মিরকাদিম পৌরসভায় আগামী ১৪ই ফেব্রুয়ারি (ইভিএম) এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পৌরসভায় লড়তে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৭ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর রোববার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তিনি জানান, ৫৬টি পৌরসভার মধ্যে ৩১টিতে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) এবং ২৫টিতে কাগজের ব্যালটে ভোট গ্রহণ করা হবে। ভোট হবে সকাল আটটা থেকে টানা বিকেল চারটা পর্যন্ত। সদরের গুরুত্বপূর্ণ মিরকাদিম পৌরসভায় মোট সাড়ে ৩৫ হাজার ভোটার রয়েছে।
আলোকিত মুন্সীগঞ্জ
Leave a Reply