কাজী দীপু: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামে রাতের বেলায় বাড়ী বাড়ী গিয়ে শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা পারভিন। রোববার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে একাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন তিনি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা পারভিন জানান, উপজেলার সেগুনতলা ও রাউৎভোগ গ্রামের একাধিক বাড়ীতে গিয়ে শীতার্ত মানুষকে কম্বল (শীতবস্ত্র) দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
গ্রাম নগর বার্তা
Leave a Reply