আরিফ হোসেনঃ “ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে” -এই স্লোগানকে সামনে রেখে শ্রীনগরে সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, প্রতিস্থাপিত ভাতা প্রদান,, যুদ্ধাহত ও অসুস্থ্য মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা, সংগঠকদেরকে ক্রেস্ট প্রদান ও কেক কাটা হয়।
শ্রীনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার। এসময় বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল হক, সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস, জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, ফ্রেন্ডস সমাজ কল্যান সংসদের সভাপতি এ্যাডভোকেট জসিম মোল্লা।
পরে সমাজ সেবায় অবদান রাখায় সংগঠকদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply