মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট মুন্সীগঞ্জে শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের সুপার মার্কেট এলাকায় অবস্থিত সদর ফাঁড়ি কার্যালয়ের মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস। বিশেষ অতিথি, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল।
টুর্নামেন্টে সরকারি বিভিন্ন দপ্তরের ৩৫টি দলের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত ৫১টি দলসহ মোট ৮৬টি টিম অংশ নিয়েছে।
বাংলা ভিশন
Leave a Reply