চেয়ারম্যান আব্দুল করিম শেখ নিজের মাথায় মাটির বোঝা নিয়ে
মুন্সীগঞ্জ সিরাজদিখান মধ্যপাড়া ইউনিয়নে কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার উন্নিতকরনের কাজ নিজের মাথায় মাটির বোঝা নিয়ে উদ্বোধন করেছেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম শেখ। শনিবার বেলা ১২টায় দিকে উদ্বোধন শেষে কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিনুয়ারা বেগম, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান,ইউপি সদস্য মোঃ আলমগীর শেখ,ইউপি সদস্য আবুল হোসেন, সাংবাদিক লতা মন্ডল প্রমুখ।
গ্রাম নগর বার্তা
Leave a Reply