মিরকাদিমে আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া আহত ১০

জাফর মিয়া: মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দি‌ম পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়নকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রামগোপালপুর, ভূবনগড়া, মিরাপাড়াসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়া চাকালে বেশ কয়েকটি গুলির শব্দ পাওয়া গেছে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামানের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। তবে বর্তমানে পুরো মিরকাদিম পৌর এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানী প্রত্যক্ষদর্শিরা জানান,অসন্ন্য মিরকাদিম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌক প্রতীকের মনোনয়ন দেয়া হয় শিল্পপতি হাজী আব্দুস সালামকে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে মনোনয়নের খবর টি ছড়িয়ে পরলে বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহীনের সর্মথকরা তার মনোনয়ন প্রত্যাহারের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে। অপর দিকে একই সময় নৌকা মনোনয়ন পাওয়া আব্দুস সালামের সর্মথকরা আনন্দ মিছিল বের করলে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় রনক্ষেত্রে পরিনিত হয়। পরে পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক বলেন,উত্তেজনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চ্যানেল ২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.