আরিফ হোসেনঃ শ্রীনগরে ১১ জেলেকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলামিন ও বাঘড়া বাজারে মোবাইল কোর্টের পরিচালিত অভিযানে ১৩০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এসময় ১১ জেলেকে ৩৩ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার।
বাঘড়া ও আলামিন বাজার থেকে আটক ১১ জেলে মোঃ করন আলী,লতিফ বেপারি,হারুন বেপারী,রমজান আলী বেপারী,রুহুল আমিন (১),রুহুল আমিন (২),সাদেক বেপারী,মমিন বেপারী,জাহিদুল ইসলাম,আব্দুর রহমান,মতি বেপারী প্রত্যেককে ১৯৫০ মৎস্য সুরক্ষা আইন অনুসারে ৩ হাজার করে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,র্যাব-১১ এর এএসপি প্রনব কুমার ,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সমীর কুমার বসাক,বাঘড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply