সিরাজদিখানে আইন -শৃখলা সভা অনুষ্ঠিত

নাছির উদ্দিন: সিরাজদিখানে উপজেলা মাসিক আইন-শৃখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজেন উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দীন, সিরাজদিখান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্যাব সাধারাণ সম্পাদক মো.নাছির উদ্দিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দপ্তরের কর্মকর্তাসহ আইন-শৃখলা কমিটির সদস্যরা।

উপজেলা থানার রোডের যানজট নিরসন, উপজেলার আইন-শৃখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.