নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ টি দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার রশুনিয়া বাজারে ২টি মদি ও মিষ্টির দোকানিতে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৫১ ধারায় এ জরিমানা করা হয়। এছাড়াও বাজারের দোকান গুলোতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ এর উপ-পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানে মেয়াদ উত্তিন খাদ্য সামগ্রী ও খাদ্য দ্রব্য মেয়াদ না দেয়ায় এ জরিমানা করা হয়।
এসময় সাথে ছিলেন সিরাজদিখান শাখা ক্যাব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সেনেটারি অফিসার শাহ আলম ও সিরাজদিখান থানা পুলিশ।
উপ-পরিচালক আসিফ আল আজাদ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান আছে।
Leave a Reply