মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার খাসমহল বালুচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আতাউর রহমান লিও (৩৫), মোহাম্মদ মিলন (৩২) ও রাজু হোসেন রাজিব (৩৪) নামের তিনজন মাদক কারবারিকে আটক করে ডিবি পুলিশ। একই সঙ্গে তাদের হেফাজতে থাকা ১’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক আতাউর রহমান টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া এলাকার প্রয়াত আবু বক্করের ছেলে, মো. মিলন দক্ষিণ পাইকপাড়া এলাকার মো. আলীর ছেলে ও রাজু হোসেন একই এলাকার মো. আক্তার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোজাম্মেল হক মামুন বলেন, অভিযান পরিচালনা করে তিন আসামী থেকে ১’শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ বোতল ফেনসিডিল এবং একটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মামলা রুজুর পর তাদের সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ডিবি পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক অধিকার
Leave a Reply