মুন্সীগঞ্জ সিরাজদীখানে বিকল্পধারার শেখরনগর ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিকল্পধারা বাংলাদেশ শেখরনগর ইউনিয়ন শাখার আয়োজনে এবং বিকল্পধারা বাংলাদেশ সিরাজদীখান উপজেলার আহবায়ক মোঃ শাহ আলম আলমাস এর সভাপতিত্বে মিজানুর রহমান চন্দনকে আহবায়ক এবং মো.নজরুল ইসলামকে সদস্য সচিব করে ১০১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করাহয়েছে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা বিকল্পধারার আহবায়ক মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হাকিম, সিরাজদীখান উপজেলা বিকল্পধারর আহবায়ক কমিটির সদস্য সচিব মাসুদ পারভেজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সিরাজদীখান উপজেলা বিকল্প যুবধারার আহবায়ক মোঃ কবির হোসেন, মো: মোবারক হোসেন, আনোয়ার লস্কর, আতাউর রহমান জয়, আজগর আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিকল্পধারা এবং বিকল্প যুবধারার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply