মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে জাহাজের ধাক্কায় একটি ট্রলার ডুবে একজন নিখোঁজ রয়েছেন। মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক আতিকুল ইসলাম জানান, সদর উপজেলার পূর্ব মুক্তারপুরে কাছে ধলেশ্বরীতে সোমবার এ ঘটনা ঘটে।
নিখোঁজ জয়নাল মুন্সী (৩৮) রামেরগাঁও গ্রামের আয়ুব আলী মুন্সীর ছেলে।
আতিকুল বলেন, “মুক্তারপুর পুরনো ফেরিঘাট থেকে সবজিবোঝাটি ট্রলাটি নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। ট্রলারে চালকসহ ছয়জন ছিল।
“পথে ঘন কুয়ার মধ্যে ট্রলারটি শাহ্ সিমেন্টের একটি জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। এ সময় পাঁচজন তীরে উঠতে পারলেও সবজি বিক্রেতা জয়নালের খোঁজ মেলেনি।
তার সন্ধানে ফায়ার সার্ভিস নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানায় নৌ পুলিশ।
বিডিনিউজ
Leave a Reply