মুন্সিগঞ্জে পদ্মাসেতু পরিদর্শনে চালু হলো ভ্রমণতরী

পদ্মা নদীতে নৌ ভ্রমনের মাধ্যমে পদ্মা সেতু পরিদর্শনের লক্ষ্যে চালু হলো পদ্মা ক্রুজ নামের ভ্রমনতরী। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরের ভ্রমণতরীর উদ্ধোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। ভ্রমনতরীটির উদ্দ্যোক্তা ঢাকা ক্রুজ এন্ড লজিস্টিক।

পর্যটন প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর দুইপাড়ে পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলা হবে। এব্যাপারে অবশ্যই প্রকল্প নেওয়া হবে। প্রাইভেট প্রতিষ্ঠান গুলো এখাতে বিনোয়গ করবে। বিনোয়গের রিটার্ন আসলে তারা অগ্রসর হবে। ইতোমধ্যেই সে কাজ শুরু হয়েছে। সামগ্রিক ভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পর্যটন খাত এগিয়ে যাবে।

এসময় অন্যদে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টুরিজম বোর্ডের উপ-পরিচালক হাজেরা খাতুন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো হুমায়ন কবির, ঢাকা ক্রুজ এন্ড লজিস্টিক এর চেয়ারম্যান মহিউদ্দির হেলাল, ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিন।

প্রতিদিন সকাল ও দুপুরে শিমুলিয়াঘাট থেকে ৮০জন করে যাত্রী ভ্রমনতরীটি দিয়ে ভ্রমণ করতে পারবে। ভ্রমণে জনপ্রতি খরচ হবে আড়াইহাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা।

বিডি২৪লাইভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.