বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সাংসদ সাগুফা ইয়াসমিন এমিলির নির্দেশে লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’মীলীগ থেকে মনোনয়ন প্রত্যাসী সালেহা বেগম তার নিজস্ব উদ্যোগে ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম মুরাদ বেপারীর আয়োজনে বৌলতলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১২ শতাধিক দুস্থ্য অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
শনিবার উপজেলার বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও বেপারী বাড়ির মাঠে এই শীতবস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি ও বৌলতলী ইউনিয়ন আ’মীলীগের সভাপতি তোপাজ্জল হোসেন শেখের আরগ্য কামনায় দোয়া করা হয়। এ সময় বৌলতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আমীলীগের সভাপতি মো. আউয়াল সারেং এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক হাজী মো. বাদশা আলম খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্জ মো. ফারুক হোসেন বেপারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’মীলীগের সদস্য হাজী মো. জয়নাল আবেদিন, চেয়ারম্যান পদে আ’মীলীগের মনোনয়ন প্রত্যাশী সালেহা বেগম, বাংলাদেশ বঙ্গবন্ধু যুব পরিষদের সহসভাপতি এস.কে লেলিন, মো. আনোয়ার হোসেন বেপারী, মো. রুহুল আমিন হাওলাদার, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম মুরাদ বেপারী। বক্তব্য রাখেন, শেখ শাহ আলম, মো. ময়নুল মেম্বার, মো. জাহাঙ্গীর হাওলাদার, মো. সেলিম সরদার, মো. মনির হোসেন, মো. আতাউর রহমান খান, শাহ আলম বয়াতি সহ ইউনিয়ন আ’মীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গ্রামনগর বার্তা
Leave a Reply