আরিফ হোসেনঃ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি সহ পাকা ঘর শ্রীনগর উপজেলার ৭০টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্ম সূচির উদ্ভোধন করেন। সারা বিশে^ একসাথে এতো সরকারী ঘর হস্তান্তরের ঘটনা এটিই প্রথম।
শ্রীনগর উপজেলা পরিষদের নতুন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, জেলা পরিষদের সদস্য ইকবাল হোসেন মাস্টার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক, শ্রীনগর থানার ওসি(অপারেশন) সফর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুর উর রশিদ, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, ফিরোজ আল মামুন, হাজী বাবুল হোসেন বাবু, মো. সোলায়মান খান, আজিজুল ইসলাম, নুরুল ইসলাম, কাজী মোনোয়ার হোসেন শাহাদাত, আয়ুব আলী খান, আজিম হোসেন খান, আব্দুল বারেক খান, হাজী নেছারউল্লাহ সুজন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ ও উপ সহকারী ভূমি কর্মকর্তাগন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার ভিডিও কনফারেন্স শেষে আটপাড়া ও পাটাভোগ এলাকায় নির্মিত ঘরের উপকার ভোগীদের সাথে আনন্দ ভাগাভাগি করেন। এসময় তিনি উপকারভোগীদেরকে মিষ্টি মুখ করান।
সরজমিনে দেখা দেছে, আশ্রয়ন প্রকল্প-২ এর অধীন প্রথম পর্যায়ে নির্মিত একই নকশার দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি পাকা ঘরে রয়েছে রান্নাঘর সংযুক্ত টয়লেট ও সামনে খোলা বারান্দা। দ্রুত প্রদান করা হবে টিউবওয়েল ও বিদ্যুৎ সংযোগ। ভূমিহীন পরিবারগুলো জায়গার দলিল পত্রসহ প্রধানমন্ত্রীর উপহার এসব ঘর পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। ঘর হস্তান্তরকালে খোরশেদ আলম (৬৫) কুলসুম বেগম (৫৫), ছালেহা (৩৫), সাইদুল ইসলামসহ বেশ কয়েকজন উপকারভোগী পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply