সিরাজদিখান শেখরনগর ফৈনপুর রাস্তার বেহাল দশা, সংস্কার দাবি

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার শেখরনগর বাজার হতে উত্তর ফৈনপুর পর্যন্ত তিন কিলোমিচার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ রাস্তা দিয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন ধরণের যানবাহন। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, শেখরনগর ফৈনপুর রাস্তার সংস্কার নেই দীর্ঘদিন। ফলে রাস্তার ইট উঠে গিয়ে ছোটবড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। বেশ কয়েক স্থানে ভেঙে গিয়ে সংকুচিত হয়ে পড়েছে ইটগাথা রাস্তটি। অহরহ ঘটছে দুর্ঘটনা। তারা আরো জানান, প্রতিদিন এ রাস্তা দিয়ে ট্রাক্টর, ভটভটি, অটোরিকশা, ভ্যান, বাইসাইকেল, মোটরবাইকসহ অসংখ্য যানবাহন চলাচল করে। ঝুঁকিপূর্ণ এ রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই পঙ্গুগুত্ব বরণ করেছেন। এ অবস্থায় রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয়রা।

এ লক্ষে আজ মঙ্গলবার দুপুরে শেখরনগর বাজার শশ্মান ঘাট অটো স্ট্যান্ডে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন শেখরনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, শেখরনগর ৬নং ওয়ার্ড সদস্য হেলাল খান, মহিলা ইউপি সদস্য ভালবাসা রাজ বংশী শিক্ষানবিশ আইনজীবী সোনিয়া সিমু, এনজিও কর্মি রওশন আরা, শেখ বোরহান,অটো ড্রাইভার মোঃ সোহেল দেওয়ান প্রমুখ । মতবিনিময় সভায় রাস্তাটি সংস্কারের দাবিতে আগামিতে অটো ড্রাইভার সমিতির সদস্যরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হবে বলেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গ্রামনগর বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.