মুন্সীগঞ্জের শ্রীনগরে সেতুর রেলিংয়ে মোটরসাইকেল ধাক্কা খেয়ে এক তরুণ নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন। নিহত রাকিবুল হাসান (২০) জেলার লৌহজং উপজেলার পূর্ব কুমারভোগ গ্রামের দ্বীন ইসলামের ছেলে।
উপজেলার দোগাছিতে সেনা ক্যাম্পের সামনে বুধবার সন্ধ্যায় তারা হতাহত হন বলে হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. গোলাম মোস্তাফা জানান।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে দুইজন মাওয়া থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। পথে দোগাছি সেতুর রেলিংয়ে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই রাকিবুল নিহত হন।
মোটরসাইকেলের অপর আরোহী এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন।
এসআই মোস্তাফা বলেণ, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মোটরসাইকেলটি ফাঁড়িতে আছে। দুর্ঘটনায় আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ
Leave a Reply