আরিফ হোসেনঃ শ্রীনগরে ২ জেলেকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের আদালত এই জরিমানা করে। ২ জেলের কাছ থেকে ৫ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পদ্মা নদীর বাঘড়া ও ভাগ্যকুল অংশে মোবাইল কোর্ট ও মৎস্য অভিযান পরিচালিত হয়। অভিযানে রাসেল(২০) ও স্বপন(১৯) নামে ২ জেলেকে ৫ লাখ মিটার কারেন্ট জাল সহ আটক করা হয়। এসময় তাদেরকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। পরে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে অংশ গ্রহন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, র্যাব-১১ ভাগ্যকুল ক্যাম্পের অধিনায়ক প্রণব কুমার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম প্রমুখ।
Leave a Reply