দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রবিবার (৭ ফেব্রুয়ারি)। এদিন সকালে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও করোনার টিকা দেওয়া হবে। তবে প্রথমে কে টিকা নেবেন তা নির্দিষ্ট করেনি কর্তৃপক্ষ।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, টিকা নিতে আগ্রহীদের মধ্যে প্রথমে যিনি আসবেন, তাকেই টিকা দেওয়া হবে। আগে থেকেই কারো নাম ঠিক করে রাখা হয়নি। সদর উপজেলায় মোট সাড়ে চারশ’ রেজিস্ট্রেশন করা আছে। তারমধ্যে আগামীকাল ১০০ জনের টিকা দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। তবে, প্রথমদিন শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
ইতোমধ্যে সদরসহ ছয় উপজেলায় টিকা পাঠানো হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, সদরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ও বাকি পাঁচ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হবে।
বাংলা ট্রিবিউন
Leave a Reply