মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় নদী ভাঙন ঠেকাতে বাঁশের বেড়া নির্মাণ করা হচ্ছে। প্রশাসনের সহায়তা না পেয়ে এলাকাবাসী নিজেরাই এই কাজ করছেন।
জানা গেছে, বিগত কয়েক বছর ধরে ওই এলাকার ধলেশ্বরী নদীতে প্রায় এক কিলোমিটারজুড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে উত্তর বেতকা পশ্চিমপাড়া নদীর পাড় জামে মসজিদসহ স্থানীয় বাড়িঘর। শুষ্ক মৌসুমে হালকা ভাঙন শুরু হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী বাঁশের খুঁটি দিয়ে মসজিদটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যেকোনো মুহূর্তে মসজিদটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। ইতোমধ্যে ওই এলাকার মিজান খান, সুজন খান, নুর হোসেন, আক্কাশ আলী, আজিজ খা, রফিক শেখের বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে।
কিছু দূরে রয়েছে বেতকা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওই অঞ্চলের যাতায়াতের একমাত্র রাস্তা। শুষ্ক মৌসুমে ভাঙন রোধ করা না গেলে আসছে বর্ষায় পানির স্রোতে প্রাথমিক বিদ্যালয় ও রাস্তাটি হুমকির মুখে পড়তে পারে বলে এলাকাবাসীর আশঙ্কা।
সরেজমিনে দেখা গেছে, ওই অঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর দুকূল এখনো পানিতে টইটম্বুর হয়নি। কূলের অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে কিছুটা স্রোত রয়েছে। আর এই স্রোতেই হালকা ভাঙন দেখা দিয়েছে।
এ বিষয়ে পশ্চিমপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন জানান, ইতোমধ্যে আমাদের মসজিদের প্রস্রাবখানাটি নদীতে বিলীন হয়ে গেছে। ওজুখানাতে ফাটল দেখা দিয়েছে। আমরা দুবার ইউএনও অফিসে আবেদন করার পরও কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না।
এ ব্যাপারে স্থানীয় বেতকা ইউপি চেয়ারম্যান আলম শিকদার বাচ্চু জানান, আমি বিভিন্ন সময়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছি। তারা পরিদর্শন করেন কিন্তু কোনো ব্যাবস্থা নেয়নি।
টঙ্গিবাড়ী ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।
ব.ম শামীম/ঢাকা পোষ্ট
Leave a Reply