মুন্সীগঞ্জের সিরজদিখান উপজেলায় বাড়িতে আগুন লেগে দগ্ধ এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিরাজদিখান থানার ওসি এসএম জালালউদ্দিন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মিলন হাওলাদার (৪২) নামে এই ব্যক্তি মারা যান।
মিলন শরীয়তপুরের নড়িয়া থানার চান্দেনীপুর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে । সপ্তাহ খানেক আগে তিনি সিরাজদিখান উপজেলার চরপানিয়া গ্রামে ভগ্নিপতি বিল্লাল মাতব্বরের বাড়িতে বেড়াতে আসেন।
ওসি জালালউদ্দিন বলেন, সোমবার রাত ২টার দিকে হঠাৎ করে বাড়িতে আগুন লাগলে মিলন দগ্ধ হন। তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন আবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, “ধারণা করছি মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।”
বিডিনিউজ
Leave a Reply