ব্যক্তির চেয়ে দলটা বড়
দলের চেয়ে দেশ ,
এটা কেবল মুখের কথা
মুখে বলেই শেষ ।
এখন দেখছি ব্যাপার ভিন্ন
পাচ্ছিনা আর আগের চিহ্ন ।
দলের চেয়ে ব্যক্তি স্বার্থ
নীতি নয় , কামাও অর্থ ।
দলের স্বার্থ যাক না চুলোয়
মিশুক যত পথের ধূলোয়
তাতে দলের কি আসে যায়,
বৈভবে আর আমায় কে পায়
আনবো কিনে পদক যত
ফুলের মালা শত শত
এটাই নিয়ম বাংলাদেশে
হাততালি দেয় সবাই শেষে
ইহকাল আর পরকালে
নষ্টদেরই পাল্লা ভারী,
সত্য পথে থাকে যেজন
জয়ের মালা জোটে তারই।
লক্ষ্য কোটির সমর্থনে
বৃদ্ধি যে পায় দলের গতি,
দলের চেয়ে ব্যাক্তি বড়
এমন ব্যাপার হয় কি অতি ?
টোকিও
৩১ আগস্ট ২০২১
Leave a Reply