মুন্সিগঞ্জে প্যানেল মেয়রের বিরুদ্ধে অভিযোগ নেওয়ায় ‘থানা ঘেরাও’

মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন সাগরের বিরুদ্ধে অভিযোগ নেওয়ায় সদর থানা ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবসহ কয়েকজন কাউন্সিলরকে উপস্থিতি নেতাকর্মীদের নেতৃত্ব দিতে দেখা যায়। তবে থানা ঘেরাও নয়, সৌজন্য সাক্ষ্যৎ করতে থানায় গিয়েছিলেন বলে দাবি করেছেন মেয়র বিপ্লব।

প্যানেল মেয়র সাজ্জাদ সাগর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র ফয়সাল বিপ্লবের অনুসারী বলে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার পাঁচগড়িয়াকান্দি এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা বিষয়ে প্যানেল মেয়র সাজ্জাদ সাগর পক্ষের লোকজনের সঙ্গে যুবলীগ নেতা আসাদুজ্জামান সুমন গ্রুপের বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এসময় সুমন পক্ষের শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অহিদুজ্জামান বাবুলকে রাস্তা থেকে নিয়ে মারধর করেন সাগর ও তার পক্ষের নেতাকর্মীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মারধরের ঘটনায় প্যানেল মেয়র সাগরের বিরুদ্ধে থানায় অভিযোগ করে ভুক্তভোগী পক্ষ। অভিযোগ নেওয়াকে কেন্দ্র করে বুধবার থানা ঘেরাওয়ের ঘটনা ঘটে। এসময় পৌরসভার মেয়র ও কয়েকজন কাউন্সিলরসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন

এ বিষয়ে জানতে চাইলে মেয়র ফয়সাল বিপ্লব বলেন, ‘ঘেরাও নয়, সৌজন্য সাক্ষাতের জন্য থানায় গিয়েছিলাম। এসময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যেন পক্ষপাতহীন থাকে সে বিষয়ও কথা হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মঙ্গলবার পাঁচগড়িয়াকান্দি এলাকায় সাগর ও সুমন পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। সে বিষয়ে কথা বলতে ওনি (মেয়র) থানায় এসেছিলেন। তিনি যেহেতু একজন জনপ্রতিনিধি,
তাই তার সঙ্গে লোকজন থাকতেই পারে। মেয়রের কথা শেষ হওয়ার আগেই অনেকে চলে গেছে।’

আরাফাত রায়হান সাকিব/জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.