সেচ্ছাসেবী সংগঠন দ্যা-হেলমেট প্লাটফর্ম এর পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে সাড়ে ৪ টারনদিকে মুন্সীগঞ্জ শহিদ মিনার চত্বরে ১ টাকায় ৪০০ শীতার্ত অসহায় দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও ছিন্নমূল ১০০ শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী আদর্শ লিপির বই, সিলেট, চকসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরন করা হয় এবং এই শিশুদের নিয়মিত পড়া লেখার দায়িত্ব নিয়েছে দ্যা-হেলমেট সংগঠন। শীতবস্ত্র গ্রহণ করতে আসা শীতার্ত ব্যাক্তি ও শিক্ষা সামগ্রী গ্রহন করতে আসা ছিন্নমূল শিশুদের কে হ্যা-হেলমেট প্লাটফর্মের পক্ষ থেকে শীতের রকমারি পিঠা দিয়ে আপ্যায়িত করা হয়।
দ্যা-হেলমেট প্লাটফর্মের প্রধান-সম্বনয়ক রুনা আক্তার ছোঁয়ার সভাপতিত্বে উক্ত সেবামূলক কার্মসূচিতে উপস্থিত থেকে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরন ও ছিন্নমূল শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন করেন মুন্সীগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিউনিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা এম মিজানুর রহমান মিজান সরদার, মুন্সীগঞ্জ সহর যুব লীগের সভাপতি মালেকুল মাকছুদ বিপুল, মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগর, আধারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃসুরুজ, ছাত্রলীগ সরকারি হরগঙ্গা কলেজ শাখার সভাপতি নিবির আহম্মেদ,জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক ওমর ফারুক সহ দ্যা-হেলমেট প্লাটফর্মের শতাধিক সদস্যবৃন্ধ।
বিডি২৪লাইভ
Leave a Reply