মুন্সীগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপির নিরঙ্কুশ বিজয়

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১২টি পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। তারা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলমসহ দুইটি সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ৯টি সম্পাদকীয় পদের মধ্যে ৭টি এবং তিনটি কার্যকরী সদস্য পদে জয়লাভ করে।

অপরদিকে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তীসহ একটি সম্পাদকীয় ও একটি সদস্যসহ তিনটি পদে জয়লাভ করে।

সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আলমগীর হোসেন ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আমান উল্লাহ রিপন সমান সংখ্যক ভোট পেয়েছেন।

সোমবার সকাল ৮টায় মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দুটি প্যানেলে নির্বাচন হয়। সর্বমোট ৪১৮ জন ভোটারের মধ্যে ৪০৭ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে নারী ভোটার ছিলেন ৬৫ জন।

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী ২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মুজিবুর রহমান পেয়েছেন ১৯২ ভোট। সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে বিজয়ী হয়েছেন মো. মুজিবুর রহমান শেখ, মুহা. নাসিম আখতার সুমন।

সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট মাসুদ আলম পেয়েছেন ২৪৭ ভোট অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মুহা. মাহবুবুর রশীদ (সবুজ) পেয়েছেন ১৪৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মুহা. জাকারিয়া ইসলাম কাঞ্চন, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. মনির হোসেন লিংকন, লাইব্রেরি সম্পাদক পদে মো. নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ নূর হোসেন বেপারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান তুহিন।

কার্যকরী সদস্য পদে মো. মাহবুব উল আলম স্বপন, ইকবাল হোসেন শেখ, মোহাম্মদ জামাল হোসেন বিপ্লব। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ী হয়েছেন মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট আমেনা খাতুন পুষ্প, কার্যকরী সদস্য মো. আবুল হাসান মৃধা।

যুগান্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.