মুন্সিগঞ্জে অবৈধভাবে মজুত ও বোতলজাত সয়াবিন তেল খুলে খুচরা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৩ মে) সকালে উপজেলার মুক্তারপুর ও পরে দুপুরে রিকাবীবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিকাবীবাজারের একটি দোকান থেকে মজুত করা দুই হাজার লিটার তেল উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি বলেন, অভিযানে দেখা যায় রমজান মাস ও তারও আগের তেল বিক্রি না করে মজুত করে রাখা হয়েছে। অনিয়মের প্রমাণ পাওয়ায় মুক্তারপুরে লক্ষ্মী ও সাইদ স্টোরকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা ও রিকাবীবাজারে শাহজালাল স্টোরকে ৫০ হাজার জরিমানা করা হয়।
ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জ, সদর থানার পুলিশ ও সরকারের দুটি বিশেষ গোয়েন্দা সংস্থা অভিযানে অংশ নেয়।
আরাফাত রায়হান সাকিব/জাগো নিউজ
Leave a Reply