দেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিরাজদিখানে মানব বন্ধন

নাছির উদ্দিন: বিএনপি-জামাত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগষ্ট একযোগে দেশ ব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিরাজদিখানে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় সিরাজদিখান উপজেলা স্বেচ্চাসেবকলীগের উদ্যোগে উপজেলা ইমামগঞ্জ বাজারে এ মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা পরিষদ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দেশে যেন কোন জঙ্গি সংগঠন আর সক্রিয় না হতে পারে, মানব বন্ধন থেকে এ বিষয়ে সরকারের প্রতি আহবান জানানো হয়।

উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোহসীনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু, বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টিটু, যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন মনু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মশু, আইনুল ইসলাম রোমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক, সাধারণ সম্পাদক কাওসার হোসেন, কেয়া নিউ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আফজাল হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.