শ্রীনগরে ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে। রোববার রাতে উপজেলার টেক্কা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীনগর ইউনিয়নের আরধীপাড়া গ্রামের লিটন মীরের ছেলে রোমান মীর(২১) কোলাপাড়া ইউনিয়নের এক কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে সে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখায়।
এক পর্যায়ে টালবাহানা শুরু করলে ওই কিশোরীর বাবা বাদী হয়ে রবিবার রাতে শ্রীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। শ্রীনগর থানার মামলা নম্বর ১৯ (১০)২০২২। ওই রাতেই আসামী রোমান মীরকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই শুভঙ্কর জানান, কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আদালত ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেছে।
খোলা্বার্তা২৪
Leave a Reply