জেলার সিরাজদিখানে ফসলি কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহার ও ব্রিকফিল্ডের লাইসেন্স না থাকায় এবং অবৈধ ইটভাটা পরিচালনায় ইটভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩(১৫) এর ১ ধারা লংঘন অপরাধে ৩টি ইটভাটা প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ অক্টেবর) দুপুরের দিকে মোতালেব ন্যাশনাল ব্রিকস, মায়ের দোয়া ব্রিকস,ও সামসুদ্দিন এন্ড রুবিনা ব্রিকস নামে ৩টি ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সিরাজদিখান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।
তাসনিম আক্তার বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪, ৫ ও ৬ ধারা অনুযায়ী ও ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার পরিবেশ ছারপত্র কাগজ,লাইসেন্স না থাকায় ৩ ইটভাটার মালিককে প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে।
নিউজজি
Leave a Reply