মুন্সীগঞ্জের লৌহজং
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২০০ বিঘা জমির জলাবদ্ধতা দূর করা হচ্ছে। এর ফলে কয়েক বছর ধরে অনাবাদি পরে থাকা এসব জমিতে ২০ হাজার মণ ধান উৎপাদন করা সম্ভব হবে। জমিগুলোর জলাবদ্ধতা দূর করে চাষাবাদের উপযোগী করতে নিজ অর্থায়নে ড্রেনেজব্যবস্থা করে দিয়েছে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান এবা গ্রুপ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার হলদিয়া, কারপাশা, নাগেরহাট ও কাজলপুর বিলের প্রায় ২০০ বিঘা জমিতে তিন-চার বছর ধরে জলাবদ্ধতা ছিল।
কৃষকরা এ বছরও ধরেই নিয়েছিলেন, হয়তো সময়মতো তাঁরা ধান রোপণ করতে পারবেন না। বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে জানতে পারেন এবা গ্রুপ ও ডাচ ডেইরির ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন মৃধা। তিনি নিজস্ব অর্থায়নে স্থানীয় ব্যক্তিবর্গের সহায়তায় রাস্তা কেটে মাটির নিচ দিয়ে কংক্রিটের পাইপ বসিয়ে ড্রেনেজব্যবস্থা তৈরি করে আবার রাস্তা মেরামত করে দিয়েছেন। এরই মধ্যে আটকে থাকা পানি বের হতে শুরু করেছে। এক সপ্তাহের মধ্যে কৃষকরা বীজ বপন ও আবাদ শুরু করতে পারবেন বলে আশা করছেন।
এই বিল থেকে প্রতিবছর প্রায় ২০ হাজার মণ ইরি ধান উৎপাদিত হতো বলে স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে।
কালের কন্ঠ
Leave a Reply