মুন্সীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এ কথা বলেন। দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে রুখতে বিএনপি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
তিনি বলেন, “বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে চলন্ত বাসে আগুন দিয়ে ঘুমন্ত নারী ও শিশুসহ বহু মানুষকে হত্যা করেছে। আগামী নির্বাচন সামনে রেখে তারা হত্যা ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এই বিএনপি-জামায়াত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।”
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, “যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, ততদিন এদেশের মানুষ নিরাপদে থাকবে। এজন্য মুক্তিযুদ্ধের চেতনার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে।“
মুন্সীগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে রোববার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এসব কথা বলেন।
এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। পরে মুন্সীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় ফজিলাতুন নেসা ইন্দিরা আরও বলেন, “স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হয়েছে। শেখ হাসিনা স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। মুন্সীগঞ্জ জেলার বৃহৎ উন্নয়ন কাজের জোয়ার বইছে। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।“
জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, বীর মুক্তিযোদ্ধা মো. আনিছউজ্জামান আনিছ, অধ্যাপক আব্দুল হাই তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মো. আল জুনায়েদ, পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
বিডিনিউজ