মুন্সিগঞ্জের সিরাজদীখানে সড়কের পাশ থেকে সঞ্জিত দত্ত নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাপুরা-মালখানগর সড়কের পূর্ব কাকালদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ৫০ বছর বয়সী সঞ্জিত মালখানগর ইউপির মালখানগর গ্রামের মৃত সুভাশ দত্তের ছেলে।
সিরাজদীখান থানার ওসি একে এম মিজানুল হক জানান, দীর্ঘ ১০ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন সঞ্জিত। মাঝে মধ্যে অটোরিকশা চালাতেন তিনি। সোমবার রাতে সড়কের পাশে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। এটি সড়ক দুর্ঘটনা, নাকি হত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ
Leave a Reply