জেলা সদরের মিরকাদিম পৌর এলাকার সমন্বিত উন্নয়নের জন্য পৌরসভা উন্নয়ন পরিকল্পনা’ প্রণয়নের লক্ষ্যে ওয়ার্ড ভিশনিং হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) বিকালে পৌরসভার ১ নং ওয়ার্ডের গোয়ালঘুর্নি সরকারী বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুস ছালাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার ও মিরকাদিম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামীম মিঞা।
এতে ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা একেএম বজলুর রশিদ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী,
এর আগে সোমবার সকালে এনায়েত নগর কলেজ মাঠে মাঠে কাউন্সিলর আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে ৮নং ওয়ার্ড ভিশনিং অনুষ্ঠিত হয়। এ সময় পৌরসভার বিভিন্ন সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
নিউজজি
Leave a Reply