শ্রীনগর উপজেলার বাড়ৈখালীতে সরকারি রাস্তার বনায়নের গাছ কর্তন করা হয়েছে। পশ্চিম বাড়ৈখালী মদনখালী সড়কের কাশেম বয়াতির বাড়ির পাশে রাস্তার ৩টি গাছ কেটে বিক্রি করার অভিযোগ ওঠে ওই এলাকার মন্নাফ মাস্টারের বিরুদ্ধে। ১টি মেহগনি ও ২টি কড়ই গাছের আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার টাকা। স্থানীয় গাছ ব্যবসায়ী মো.আজাহারের কাছে গাছগুলো মাত্র ১০ হাজার টাকায় বিক্রয় করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) বিকালে দেখা যায়, পশ্চিম বাড়ৈখালী গ্রামের কাশেম বয়াতির বাড়ির পাশে পাকা রাস্তার বড় সাইজের মোট ৩টি কাটা হয়েছে। শ্রমিকরা গাছের গুরি ট্রলিতে ভরছেন। শেখ সোবাহান নামে ট্রলির চালক বলেন, বাড়ৈখালী গ্রামের আফাজউদ্দিনের ছেলে গাছ ব্যবসায়ী আজাহার আমাকে গাছ নেয়ার জন্য চুক্তি করেছেন।
শ্রমিক রুবেল বলেন, মন্নাফ মাস্টার আমাদেরকে ৭ হাজার টাকায় গাছ কাটার চুক্তি দিয়েছেন। তার কথায় আমরা গাছ কাটছি। এ বিষয়ে মো.আজাহার তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন গাছের ব্যাবসা করছি। আমি জানি না এগুলো বনায়নের গাছ কি না। মন্নাফ মাস্টার বলেছেন নিজের গাছ তাই কিনেছি। গাছগুলো এখন বাড়ৈখালী এলাকার বাদলের ‘স’ মিলে নিচ্ছি। মন্নাফ মাস্টারের পক্ষে তার শ্যালক হাফিজুল ইসলাম দম্ভ করে বলেন, সরকারি রাস্তার গাছগুলো বনায়নের আওতায় পরেনি। আমরা লাগিয়েছি, তাই বিক্রি করেছি। তবে এ ব্যাপারে মন্নাফ মাস্টার কোনো কথা বলতে রাজি হননি। শ্রীনগর উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো.সেলিম হোসেন জানান, মদনখালী রাস্তার গাছ বনায়নের আওতায়। গাছ কর্তনের বিষয়ে আমি অবগত নই। আমি এখন দূরে আছি। ঘটনাস্থলে যাচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নিউজজি
Leave a Reply