১১ মার্চ মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢালিস আম্বারে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
প্লাটিনাম জুবিলীকে স্মরণীয় করে রাখতে মুন্সীগঞ্জের গুনি ব্যক্তিদের সম্মাননা প্রদানসহ একটি স্মরণিকাও প্রকাশ করা হচ্ছে।
এ অনুষ্ঠানে সফল ও সুন্দর করে তুলতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি ব্যপক কর্মযজ্ঞ শুরু করেছে। ইতিমধ্যে দেওয়ান মোহাম্মদ আরিফুল ইসলাম ফারুককে আহ্বায়ক ও শহিদুল ইসলাম বাবুকে সদস্য সচিব করে ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি গঠনের পাশাপাশি বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে।
মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূইয়া, সাধারণ সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানকে সার্থক করে তুলতে প্রায় প্রতিদিনই সভা করে যাচ্ছেন উপ কমিটির সদস্যদের নিয়ে।
মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনিরুজ্জামান ভূইয়া জানান, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি ৭৫ বছরের ঐতিহ্য বহণ করা একটি সংগঠন। মুন্সীগঞ্জ-বিক্রমপুরে অনেক কৃতী ও গুণী ব্যক্তির জন্ম। তাদের নিয়ে এক মহামিলনের আয়োজন করছি।
১১ মার্চের অনুষ্ঠানকে সামনে রেখে আমরা ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে যোগাযোগ করার চেষ্টা করছি। এছাড়াও ৭ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে, এরমধ্যে সবাইকে রেজিস্ট্রেশন করারা জন্য অনুরোধ করা হচ্ছে।
যুগান্তর
Leave a Reply