শ্রীনগরে বাটখারা ও ইট বাঁধা লাশের পরিচয় মেলেনি

শ্রীনগরে কম্বল দিয়ে মোড়ানো মাঝ বয়সী এক পুরুষের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধারের ১ দিন পরও পরিচয় মেলেনি। গত শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার আলমপুর দক্ষিণ সোনারগাঁও এলাকার খাল থেকে লাশটি উদ্ধারের পর ওইদিনই মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। স্থানীয়রা জানায়, শনিবার বিকালে একটি মোড়ানো ত্রিপলকে ভাসতে দেখে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে ত্রিপল খুলে কম্বলে মোড়ানো লাশ দেখে তারা পুলিশে খবর দেয়। শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের সঙ্গে ৫ কেজি ওজনের ৫টি বাটখারা ও কয়েকটি ইট বাঁধা ছিল। শ্রীনগর থানায় লাশটি সুরতহাল প্রস্তুতকারী এস আই সাইফুল ইসলাম জানান, ত্রিপল ও কম্বলে মোড়ানো লাশটি আনুমানিক ৪০/৪৫ বছরের পুরুষের। তার পরনে কোনো কাপড় ছিল না। মুখমণ্ডলে চাপ দাড়ি রয়েছে। অজ্ঞাত লাশ উদ্ধারের খবর পেয়ে পরিচয় নিশ্চিত করার জন্য শ্রীনগর থানায় পিবিআই টিম এসেছিল।

কিন্তু ফুলে আঙ্গুলের ছাপ নষ্ট হয়ে যাওয়ায় লাশের পরিচয় পাওয়া যায়নি। অপর একটি সূত্র জানায়, পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলার শেখরনগর খালে ত্রিপলে মোড়ানো বস্তুটি ৩ দিন ধরে ভাসমান অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানান। খালে জোয়ারের কারণে এটি শ্রীনগর অংশে চলে আসে। পরে ত্রিপল খোলার কারণে বের হয়ে আসে লাশটি। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ গুম করার জন্য বাটখারা ও ইট বেঁধে দেয়া হয়েছে বলে মনে হচ্ছে। এখনো লাশের পরিচয় মিলেনি। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ কাজ করছে।

মানবজমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.