মুন্সীগঞ্জে আলু তোলা শুরু, লোকসানের শঙ্কা

শ্রীনগরে জমিতে আলু তোলা শুরু হয়েছে। আশানুরূপ ফলন হলেও আলুর কাক্সিক্ষত মূল্য ও এর পাইকার না থাকায় লোকসানের শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষক। এর মধ্যে আলু সংরক্ষণের হিমাগারগুলোতেও এ বছর বস্তাপ্রতি ৩০-৪০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

উপজেলায় এ বছর প্রায় ২ হাজার ৩শ’ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নিয়ে কৃষক মাঠে কর্মযজ্ঞ শুরু করেন। জানা গেছে, প্রতি কানি (১৪০ শতাংশ) জমিতে আলু চাষে খরচ ধরা হচ্ছে ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টাকা। সমপরিমাণ জমিতে আলুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে গড়ে ৪শ’ মণ। সব খরচ বাদে কৃষকের প্রতিমণ আলুর উৎপাদন মূল্য ধরা হচ্ছে ৫শ’ থেকে ৬শ’ টাকা করে। গেল ২ বছর কাক্সিক্ষত ফলন ও বাজার মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েন। ক্ষতিগ্রস্ত কৃষক লোকসান কাটিয়ে উঠতে এবারও লাভের আশায় আলু খেত করে লোকসানের শঙ্কা করছেন। খোলাবাজারে আলুর কেজি এখন বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা করে।

জমিতে পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরা আলু উত্তোলনের কাজে ব্যস্ত সময় পাড় করছেন

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে বীরতারা, আটপাড়া, তন্তর, কুকুটিয়া ও ষোলঘর ইউনিয়নের খৈয়াগাঁও ও পূর্ব দেউলভোগে আলুর আবাদ করা হয়েছে। এরই মধ্যে চলতি জমিতে আলু উত্তোলন শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী ১৫ দিনের মধ্যে এ অঞ্চলের আলু উত্তোলন শেষ হবে।

এ অঞ্চলে বেশির ভাগ জমিতে ডায়মন্ড জাতের লাল ও সাদা আলুর আবাদ করা হয়েছে। ডায়মন্ড জাতের আলুর জমিতে আলু উত্তোলন ও সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করেছেন স্থানীয় কৃষকরা। বীরতারা এলাকার মোকলেছ মেম্বার (৭০), আবুল হোসেন নীলচাঁন (৬০), সালেপুরের আনোয়ার হোসেন (৫০) বলেন, আলু চাষে কানিপ্রতি প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। এলাকা ভিত্তিক খরচ কিছুটা কম-বেশিও হতে পারে। কানিতে গড়ে ৪শ’ মণ আলু উৎপাদনের টার্গেট করছেন তারা। শ্রীনগর কোল্ডস্টোরেজ লিমিডেট ম্যানেজার শিশির আহমেদ জানান, গতবার হিমাগারে আলুর বস্তাপ্রতি ভাড়া ধরা হয়েছে ২২০ টাকা করে। ৩ দফা বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে শুধু বাড়তি বিদ্যুৎ বিল হিসেবে বস্তাপ্রতি ৩০ টাকা বেশি ধরা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী জানান, স্থানীয়রা আলু উত্তোলন শুরু করেছেন। এ বছর উপজেলায় প্রায় ৬২ হাজার ৯শ’ টন আলু উৎপাদণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। অন্য একটি প্রকল্পের আওতায় আলুতে ১০টি প্রদর্শনী রয়েছে।

জনকন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.