টঙ্গীবাড়িতে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। বেতকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (১৮ মার্চ) বিকাল ৩টায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলোন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ. কে. এম. আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, উপজেলা আ.লীগের সভাপতি হাফিজ আল আসাদ, সাধারণ সম্পাদক আহসান কবির হাওলাদার, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের মহিলা সম্পাদক এড. সালমা হাই টুনি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু।
এতে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিত্ব আবু সাঈদ বাচ্চু বেপারী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জহির রায়হান খান।
এ সময় কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেন, প্রগতিশীল বাংলাদেশ তৈরি করার জন্য কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশকে একটি আত্মমর্যাশীল দেশ হিসেবে গড়ে তুলছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নেতৃত্বে সোনার বাংলা আজ আলোর মুখ দেখেছে। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্ব স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মানুষ বিভিন্ন জেলায় যাচ্ছে। বিশ্বে রোল মডেল হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় দল আ.লীগ। তাই নৌকার পক্ষে কাজ করে দেশে এগিয়ে নিতে হবে।
নিউজজি
Leave a Reply