চার দিনের রাষ্ট্রীয় সফরে ২৫ এপ্রিল জাপান আসছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা

রাহমান মনি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপানে সরকারি সফর করবেন। ১১ এপ্রিল জাপান পররাষ্ট্র মন্ত্রনালয় কর্তৃক প্রেরিত এক প্রেস রিলিজ- এ একথা জানানো হয় ।

বিবৃতিতে বলা হয় , জাপানে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। জাপানের প্রধানমন্ত্রী জনাব কিশিদা ফুমিও প্রধানমন্ত্রীর সাথে একটি শীর্ষ বৈঠক করবেন এবং তারপরে তার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, জাপান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফরকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং আশা করে যে এই সফর জাপান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

উল্লেখ্য , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে শেখ হাসিনার ষষ্ঠ জাপান সফর।

শেখ হাসিনা প্রথমবারের মতো জাপান সফর করেন: জুলাই ১৯৯৭ সালে । এর পর জাপান সফরে আসেন, নভেম্বর ২০১০ সালে , এসময় তিনি টোকিওতে বাংলাদেশের কেনা নিজস্ব জায়গায় দূতাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । ৩য় বার জাপানে সরকারী সফর করেন ২০১৪ সালের মে মাসে । এরপর ২০১৬ সালের মে মাসে ৪র্থ বারের মতো জি-৭ এর ইসেশিমা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন এবং সর্বশেষ ২০১৯ সালের মে মাসে ‘এশিয়ার ভবিষ্যত’ শীর্ষক সম্মেলনে যোগ দেন । এই সময় তিনি নিজস্ব জমিতে দূতাবাস ভবন উদ্ভোধন করেন ।

এর আগে গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল। কিন্তু ২৪ নভেম্বর সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফর স্থগিতের কথা জানানো হয়। ওই দিন ঢাকার একটি কূটনৈতিক সূত্র প্রথম আলোকে বলেছিল, গত এক সপ্তাহে জাপানে করোনার সংক্রমণ বেড়ে দৈনিক ১০ হাজার ছাড়িয়ে গেছে। সফর স্থগিতের ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। ওই দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, জাপানের অভ্যন্তরীণ রাজনীতি এবং করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে প্রধানমন্ত্রীর সফর স্থগিত করা হয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.