প্রবাসে পাল্টা পাল্টি কর্মসূচীতে দেশের ভাবমূর্তি নষ্ট হয় ।

রাহমান মনি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান জাপান সফর কে কেন্দ্র করে পাল্টা পাল্টি কর্মসূচীতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে । স্থানীয় নিয়ম-কানুন মেনেও বিদেশে পাল্টা পাল্টি কর্মসূচীতে স্বাভাবিকভাবেই দেশের ভাবমূর্তি নষ্ট হয় ।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরুর প্রাক্বালে প্রধানমন্ত্রীর জাপান সফরের সফলতা কামনা করে অভিনন্দন জানিয়ে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন সমুহ কর্মসূচী পালন করে ।

সফরকে কেন্দ্র করে বিএনপি ও সমমনারা প্রধানমন্ত্রী কিশিদার কার্যালয়ের সামনে একই সময় বিক্ষোভের আহ্বান জানায়।

একই দিন , একই সময়ে বিএনপি ও তার অঙ্গসংগঠন সমূহ যেখানে হাসিনা সেখানে প্রতিবাদ , হটাও হাসিনা বাঁচাও দেশ টেক ব্যাক বাংলাদেশ’ ব্যানারে বিক্ষোভ কর্মসূচী পালন করে। উভয় কর্মসূচী পালনের মধ্যে দূরত্ব ছিল কেবল রাস্তার এপাশ ওপাশ । বিএনপির অবস্থান ছিল ৩ নাম্বার গেট এবং আওয়ামীলীগের ছিল ৪ নাম্বার গেট।

জাপান আইনে যে কেহ পূর্বানুমতি নিয়ে বিক্ষোভ পালনে কোন বাঁধা নেই । বরং পুলিশ সহায়তা করে থাকে ।

কিন্তু বাংলাদেশিদের কর্মসূচী পালনে উভয় দলের কর্মীদের শারীরিক এবং শ্লোগানের ভাষা ছিল আক্রমাত্বক , যা দেশের ভাবমূর্তির সাথে জড়িত । একদল দেশকে জঙ্গিরাষ্ট্র বানানোয় এবং খালেদা জিয়াকে পাকিস্তান পাঠানোর যেমন তৎপরতা দেখিয়েছে । তেমনি অন্য দল খুন-সন্ত্রাস-এবং শেখ হাসিনাকে নিশিরাতের ভোট চোর বানিয়ে আখ্যায়িত করে শ্লোগান দিয়েছে ।

এই নিয়ে উভয় গ্রুপের উত্তপ্ত বাক্য বিনিময় জাপান পুলিশের তৎপরতায় অনাকাঙ্ক্ষিত কোন অঘটন না ঘটলেও সাধারণ জাপানীদের মাঝে কৌতূহল দেখা গেছে। অনেকে আবার ভীতসন্ত্রস্থ হয়ে রাস্তায় চলাচল করেছেন । এতে বাংলাদেশ নামটি জড়িয়ে থাকায় দেশের ভাবমূর্তি যে নষ্ট হয়েছে তা নির্দ্বিধায় বলা যায় ।

সাধারন প্রবাসীরা মনে করেন “বাংলাদেশীয় রাজনীতি সংস্কৃতির কালোচ্ছায়া জাপানের রাজপথে কাম্য নয় , এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.