মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল তৈরি ও বিপণনের অভিযোগে দায়ের করা দুটি এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মামলার আসামি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া ৭ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেটে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করতে আদেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ জুন) মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস এ আদেশ দেন।
এর আগে বুধবার দুপুরে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর থেকে বিএনপি নেতা মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ। এসময় তার আইনজীবী জামিন আবেদন করলে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে আদালত। এছাড়া পুলিশ জিজ্ঞাসাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দেন।
মো. মহিউদ্দিন ওরফে ভাই মহিউদ্দিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক। তিনি জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের ছোট ভাই।
গত ২১ মে অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দের ঘটনায় এসআই আলামিন ও এসআই নাসিরউদ্দিন বাদী হয়ে দুটি মামলা করেন। ২০২০ সালের ১২ জুন পঞ্চসারের দুর্গাবাড়ি এলাকায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৪ জুন মহিউদ্দিনকে প্রধান আসামি করে তার চাচাতো ভাই গোলাম কিবরিয়ার নামে সদর থানায় মামলা হয়। এসআই ফেরদাউস বাদী হয়ে মামলা করেন।
সাম্রতিক দেশকাল
Leave a Reply