মানুষ চিনতে না পারাটাই আমার বড় দোষ,
সব বেটারা পার পেয়ে যায় আমিই নন্দ ঘোষ ।
পরের ভালো-মন্দতে দিই এক নিমেষে সাড়া,
আমার ক্ষতি করতে তারা একপায়ে হয় খাড়া । Continue reading
মানুষ চিনতে না পারাটাই আমার বড় দোষ,
সব বেটারা পার পেয়ে যায় আমিই নন্দ ঘোষ ।
পরের ভালো-মন্দতে দিই এক নিমেষে সাড়া,
আমার ক্ষতি করতে তারা একপায়ে হয় খাড়া । Continue reading
কোনটা আসল, কোনটা নকল, হয়নি আজও শেখা।
রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কি করে হয় রাজাকার ?
গদি পেলেই পার পাবে না, নইলে হবে সাজা কার? Continue reading
ক্ষয় ক্ষয় ক্ষয় , ক্ষয় নৈতিকতার ক্ষয়।
কি দেখেছি, কি জেনেছি, মুক্তিযুদ্ধ্বের ইতিহাস
কিছুই যেন পাইনা মিল শুনে তাদের বাহাস Continue reading
দলের চেয়ে দেশ ,
এটা কেবল মুখের কথা
মুখে বলেই শেষ । Continue reading
স্যার বলে “কি” ডাকবো তোকে? জী না মোটেই জী না”
কোটি টাকা সেলামীতে খেয়ে গেছিস ধরা,
মনে রাখিস এ অন্যায়ের মুল্য দিবি চড়া। Continue reading
যমুনার নমুনারে নীল নদে আঁকে।
এতো রূপ অপরূপ,,সৌন্দর্য্যে জেঁকে।
মণ মাতালে মোরে,সুখ থেকে থেকে। Continue reading
অভিভাবকহীন ঘর হলো কারো,
অভাবে অশ্রু ঝড়ছে। Continue reading
রাহুগ্রাসে লন্ড ভন্ড তীর বাস,
আহারে নিঠুর সর্বনাশ।
দিনে রাত সময়টা কই দেয়? Continue reading
রক্ত চোখ আর কঠিন থাবায়, বেহিসেবি করোনার। নির্মমতার সীমাহান প্রান্তর, অবরুদ্ধতার গ্লানি।
রুটি রোজগারের পথ হারা হয়ে, নীরবে বহে কষ্টের বানী।
মধ্য বিত্তের চিত্ত খানে, বুকের ব্যথায় জ্বলে। Continue reading