সুমিত সরকার সুমন: মুন্সিগঞ্জ সদর হাসপাতালের সামনে রাখা বেসরকারী এম্বুলেন্স চুরি করে নেওয়ার সময় মো: সোহাগ (২৩) কে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারণ জনতা।
আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় সময় মুন্সিগঞ্জ সদর হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো ছ ৭১-১৪৪৩ গাড়িটির চালক খাবার খেতে গেলে সোহাগ নকল চাবি দিয়ে বারবার চালু করার চেষ্টা করলে ব্যর্থ হন। তখন চালক গাড়িতে তাকে দেখতে পেয়ে চিৎকার দিলে আশ-পাশের লোকজন এসে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ওসি ইউনুচ আলী বলেন, ঘটনার পরপর ঘটনাস্থলে গিয়ে সোহাগকে আটক করে থানায় নিয়ে আসি। সে আন্তজেলা গাড়ী চুরি চক্রের সদস্য কিনা তদন্ত চলছে। তদন্ত শেষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিলাইভ
Leave a Reply